খেয়েছি বেজাতে কচু না বুঝে
এখন তেঁতুল কোথা পাই খুঁজে 

কচু এমন মান গোঁসাই
তারে কেউ চিনলে নারে ভাই
খেয়ে হলাম পাগলপারা
চুপনিঘরা চুলকাচ্ছে 

ভবে নিম্ববৃক্ষ তার
তাতে দিলে চিনির সার
কখনাে সে হয় না মিঠা
এমনি কচুর বংশ যে 

যত সব ভড়ুয়া বাঙ্গালে
কচুকে মান গোঁসাই বলে
লালন ভেড়ো দেখল খেয়ে
ঐ কথায় কি মন মাজে 



#LalonGiti #LalonGeeti #লালনগীতি