একি রে সাঁইয়ের আজব নীলে
আমার বলতে ভয় হয়রে দেলে 

আপনি নিরঞ্জন মনি
আপনি কুদরতের ধনি
কে-বা তার দোসর, পায় সে খবর
খোদার অঙ্গ কে খন্ড করিলে 

নূর টলে হলাে নৈরাকার
নিরঞ্জনের স্বপ্ন কি প্রকার
দেখলাে কি স্বপ্ন, হলাে সে মগ্ন
কোনরূপ দেখে নিরঞ্জন ভােলে 

দেখে সেই আজব সুরাত
আপনি খুশি হলেন পাকজাত
ভেবে কয় লালন, লে হয় কোনজন
কারে দেখলেন সাঁই নয়ন খুলে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি