কে গো জানবে তারে সামান্যেরে
আজব মীনরূপে সাঁই
খেলছে নিরে 

জগৎজোড়া মীন অবতার
কারণ্য বারির মাঝার
মনে বুঝে কালাকাল, বাঁধিলে বান্ধাল
অনায়াসে সে মীন ধরতে পারে 

আজব নীলা মানুষ গঙ্গায়
আলের উপর জলময়
যেদিন শুকাবে জল, হবে সব বিফল
ওসে মীন পলাবে শূন্য ভরে 

মানুষগঙ্গায় গভীর অথাই
থাই দিলে তায় রসিক ভাই
সিরাজ সাঁইর বচন, কহিছে লালন
চুবনি খেলাম নেমে কিনারে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি