কে বোঝে সাঁইর লিলা খেলা।
ওসে আপনি গুরু আপনি চেলা 

সপ্ততালার উপরে সে
নিরূপে রয় অচিন দেশে
প্রকাশ্য রূপ নিলাবাসে
চেনা যায় না বেদের ঘোলা 

অঙ্গের আভায় সবে সৃষ্টি
করিল সে পরম ইষ্টি
তবে কেন আকার নাস্তি
বলি না জেনে সে ভেদ নিরালা 

যদি কারো হয় চক্ষুদান
সেই দেখে সেরূপ বর্তমান
লালন বলে তার ধ্যান জ্ঞান
হারে দেখি এসব পুঁথির পালা 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি