আমার আপন খবর নাহি রে
          কেবল বাউল নাম ধরি 
বেদ-বেদান্তে নাই যার উল,
শুধু কেবল নামে মশগুল
           জগৎ ভরি 
 
খবরদার কারে বলা যায়
         কিসে হয় খবরদারি ;
আপনার আপনি জেনেছে
বাউলের উল সেই পেয়েছে
            সে হুঁসারি 
 
কত মুনি-ঋষি যোগী-ন্যাসী
            খবর পায় না তারি ;
আউল বাউলের আত্বতত্ত্বে ভজন
আমি লালন পশুর চলন
           কেমনে ত্বরি 
 

#LalonGiti #LalonGeeti #লালনগীতি  #লালন গীতি