প্রেমের সন্ধি আছে তিন।
ষড় রসিক বিনে
জানা হয় কঠিন 

প্রেম প্রেম বললে কি হয়
না জেনে সে প্রেম পরিচয়
আগে সন্ধি বোঝ প্রেমে মজো
সেই সন্ধিস্থলে মানুষ অচিন 

পঙ্কজল ফুল সন্ধি বিন্দু
আদ্য মূল তার সুধার সিন্ধু
ওসে সিন্ধু মাঝে আলেক পেচে
উদয় হচ্ছে সদায় রাতদিন 

সরল প্রেমের প্রেমিক হলে
চাঁদ ধরা যায় সন্ধি পেলে
ভেবে লালন ফকির, পায় না ফিকির
সে হয়ে আছে ভজনহীন 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি