মোরা গৌর স্বয়ং কার শিক্ষায় বলি।
গৌর বলে হরি বলতে
শুনতে পাই তো সকলি 

শুধাই যদি কোন জনে
বলে আমি নই চৈতন্যে
সে বাক্য হলে অমান্য
কই থাকে গুরু প্রণালি 

গুরু বাক্য লঙ্ঘাইলে
আন্দাজি পন্ডিত হইলে
নিকাশী কাষ বাঁধবে গলে
জেনে শুনে কেন ভুলি 

চৈতন্য চেতন সদায়
জন্ম-মৃত্যু তার কিছুই নাই
লালন ভাবে সে মন কোথাই
কেনে বাধাই গোলমালি 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি