দায় ঠেলে বলছ রে মন আল্লাগণি।
সুখের কালেতে তারে ভোল রে মণি 

আগা কেটে হলি মুসলমান
মানুষে আনলিনে ঈমান
মানুষরূপে মর্দুদ শয়তান
ঘরে ঘরে জানি 

উবহায়জত মুছিবৎ এলে
দরূদ কালাম পড় সকলে
সে সকল উতরায়ে গেলে
গাজীর গান বেড়াও শুনি 

দুষে বেড়াও জাত ভালো না
আপন জাতির খবর জানো না
লালন বলে এমন দিন-কানা
আর তো দেখিনি 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি