গুরু বস্তু চিনে নে না ।
অপারের কাণ্ডারী গুরু
তা বিনে কেউ কূল পাবা না 

হেলায় হেলায় দিন ফুরালো
ময়কালে ঘিরে এলো
আর কত দিন বাঁচবি বলো
রংমহলে পড়লে হানা 

কী বলে এই ভবে এলি
কিনা কর্ম করে গেলি
মিছে মায়ায় ভুলে র’লি
সে কথা তার মনে হয় না 

এখনও চলছে পবন
হতে পারে কিছু সাধন
সিরাজ সাঁই কয় আবোধ লালন
ন্যায় গেলে আর হবে না 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি