গুরু যারে দয়া করে সে-ই জানে
কীরূপে সাঁই বিরাজ করে
দেই ভুবনে 

শহরে সহস্র পাড়া
তিনটি পথ তার এক মহড়া
আলেক সােয়ার পবন ঘোড়া
ফিরছে সেইখানে 

জলের বিম্ব আলের উপর
অখণ্ড প্রলয়ের মাঝার
যার বিন্দুতে হয় সিন্ধুর আকার
ধারা বয় ত্রিগুণে 

কয়বার করলি আসা-যাওয়া
নিরূপণ কি করলি তাহা
লালন বলে কে দেয় খেওয়া
তারে লও চিনে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি