আজ ব্রজপুরে কোন পথে যাই,
                ওরে বল রে তাই।
আমার সাথের সাথী আর কেহই নাই
               ওরে কেহই নাই৷৷

কোথা রাধে কোথা কৃষ্ণ ধন
কোথা রে তার সব সখিগণ
আর কতদিনে চলিলে সে
                চরণ পাই৷৷

যার লেগে মুড়ি এহি মাথা
তারে পেলে যায় মনের ব্যথা
কি সাধনে সে চরণে
               পাইব ঠাঁই৷৷

তোরা যত স্বরূপ গণেতে
বর দে গো কৃষ্ণ চরণ পাই যাতে
অধীন লালন বলে কৃষ্ণ নীলের
               অন্ত নাই৷৷



#LalonGeeti #LalonGiti #লালনগীতি