রাত পোহালে পাখটে বলে 
দেরে খাই দেরে খাই।
শুরু কার্য মাথায় করে
কী করি আর কমনে যাই 

এমনি পাখি কে পোষে
খেতে চায় সাগর চুষে
আমি কেমনে যোগাই;
আমার বুদ্ধি গেল, সদ্ধি গেল
সার হলো শুধু পেচকো বাই 

আমি বলি আত্মারাম
মুখে লও রে আল্লাহর নাম
যাতে মুক্তি পাই;
পাখি সে নামে তো, হয় না রত
খাব খাব রব সদাই 

আমি যমন নাল-পড়া
পাখি আমার সেই আড়া
ও তার সবুর কিছুই নাই;
লালন কয় পেট ভরলে হয়
আর কীসের শুরু গোঁসাই 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি