সকল দেব ধর্ম আমার বৈষ্টমী
দুটো মুখের মন্ত্র দিয়ে
ইষ্ট গোঁসাইর ফষ্টামী ৷৷

কেমন সুখ রান্নার জল আনা
ভাই কেন কেউ করে দেখলে না
ইষ্ট ছাড়া কষ্ট নাই মোর
ঐটে হলো নষ্টামী ৷৷

বৈষ্টমী দেয় শীতের কেঁথা
নইলে ইষ্টি গোঁসাই দাঁড়ায় কোথা
কোন কালে পরকাল পাব
তাইতে ভজি গোস্বামী ৷৷

বৈষ্ণবীর গুণ বিষ্ণু জানে
লেখা যত বেদ-পুরাণে
লালন বলে বৈষ্ণবী রতন
হেঁসেল ঘরের শাল গেরামী  ৷৷


#LalonGeeti #LalonGiti #লালনগীতি