ডুবে দেখ দেখি মন কিরূপ লীলাময় ।
যারে আকাশপাতাল খুঁজি
এই দেহে সে রয় 

লামে আলেফ লুকায় যমন
মানুষে সাঁই আছে তমন
তা নইলে কি সব নূরীতন
আদম তনে সেজদা জানায় 

শুনতে পাই চার কালের আগে
সাঁই আশ্রয় করে ছিল রাগে
এ বেশে অটলরূপ ঝেপে
মানুষরূপ লীলা জগতে দেখায় 

আহাদে আহম্মদ হল
মানুষে সাঁই জন্ম নিল
ললিন মহা ঘোরে পল
সিরাজ সাঁইয়ের অন্তু নাহি পায় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি