সদা মন থাকো বা হুঁস ধর মানুষ
রূপ নেহারে।
আয়না আটা রূপের ছটা
চিলেকোঠায় ঝলক মারে ৷৷

বর্তমানে দেখ ধরি
নরদেহে অটল বিহারী
মৱ কেন হড়িবড়ি
কাঠের মালা টিপে হারে ৷৷

স্বরূপ রূপে রূপকে জানা
সেই তো বটে উপাসনা
গাঁজায় দম চড়ায়ে মনা
বোম-কালী আর বলিস নারে ৷৷

দেল ঢুঁড়ে দরবেশ যারা
রূপ নিহারে সিদ্ধি তারা
লালন কয় আমার খেলা
ডান্ডাগুলি সার হলো রে ৷৷


#LalonGeeti #LalonGiti #লালনগীতি