সদা সে নিরঞ্জন নীরে ভাসে।
যে জানে সে নীরের খবর
নীর ঘাটায় খুঁজলে তারে
পায় অনাসে ৷৷

বিনা মেঘে নীর বরিষণ
করিতে হয় তার অন্বেষণ
যাতে হল ডিম্বর গঠন
থাকিয়ে অবিম্বু শম্ভু বাসে ৷৷

যথা নীরের হয় উৎপত্তি
সেই অবিম্বে জন্মে শক্তি
মিলন হল উভয় রতি
ভাসলে যখন নৈরেকারে এসে ৷৷

নীরে নিরঞ্জন অবতার
নীরেতে সব করবে সংহার
সিরাজ সাঁই তাই কয় বারে বার
দেখরে লালন আত্মত্ত্বে বসে ৷৷


#LalonGeeti #LalonGiti #লালনগীতি