ধড়ে কে মুরিদ হয় কে মুরিদ করে।
শুনে জ্ঞান হয়, তাইতে শুধাই
যে জানো সে বল মোরে 

হাওয়া রুহু লতিফারা
হুজুরে কারবারি তারা
বে-মুরিদা হলে এরা
হুজুরে কি থাকতে পারে 

মুর্শিদ বালকা এই দুইজনার
কোন মুকামে বসতি কার
জানলে মনের যেত আঁধার
দেখতাম কুদরত আপন ঘরে 

নতুন সৃষ্টি হলে তখন
মুর্শিদ লাগে শিক্ষার কারণ
লালন বলে সব পুরাতন
নতুন সৃষ্টি হচ্ছে কিরে 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি