কেমন দেহ-ভান্ড চমৎকার, ভেবে অন্ত পাবা না তার।
আগুন-জল আকাশ-বাতাস আর মাটিতে গঠন তার
সেই পঞ্চতত্ত্ব করে একত্র কীর্তি করেন কীর্তিকার 

মেরুদণ্ড শতখন্ড ব্রহ্মাণ্ড হয় তাহার পর
সাত-সমুদ্র চৌদ্দভুবনের নয় নদী বয় নিরন্তর;
ইড়া-পিঙ্গলা সুষুম্না দেখ রং হয় তিন প্রকার
উপরে ব্রহ্মানাড়িতে ব্রহ্মারন্দ্র রয় মূলাধার 

সপ্তদল পাতালের নীচে চতুর্দল আর, কুলুকুন্ডলিনী সদায় স্থির
তার উর্ধ্বে বিজনেতে দশমদল কমলের পর মনিপুরের ঘর
তাহার ঊর্ধ্বে দশমদলে ঊনপঞ্চাশ পবনের ঘর
প্রাণ-অপ্রাণ সমান উদ্যানের ব্যাস হতে গতিকার 

ষড়দলে দুলক্ষ যোজনের পাড়, ষোলকলা গণ্য শরীরে
বিশুদাঙ্ক নাম তার ঊর্ধ্বে মহাজ্ঞানে দ্বিদল কমলের পরে;
চন্দ্রবিন্দু অঙ্গইন্দুরে জীবের বিন্দু ঝরে সিন্ধু হয় পাথার
লালন বলে জোড়াপদ্ম নীলপদ্ম, ভেদ কর মন অতিদীপ্তকার 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি