ভবে এসে রঙ্গরসে
বিফলেতে জনম গেল।
কবে করবে ভজন ধর্ম যাজন
দিনে দিনে দিন ফুরাল 

থাকবে ছাপা কদাচ
যে সকল করেছ কাজ
তোমার নিজ মুখে, তার সম্মুখে
ব্যক্ত হবে মন্দ-ভাল 

পণ্য ধর্ম হিত কর্ম
চেনে তার নিগূঢ় মর্ম
যাতে হবে মন্দ, তাই পছন্দ
করেছ আজন্ম কাল 

আপন পাপ স্বীকার করি
সিরাজ সাঁইয়ের পশ্চাতে ফিরি
লালন বলে পূণ্য পাব, স্বর্গে যাব
এর চেয়ে আর কি ভাল 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি