খােদ খােদার প্রেমিক যেজনা
মুর্শিদের রূপ হৃদয় রেখে
কর ভজন সাধনা 

আগে চায় রূপটি চেনা
তবে যাবে খোদাকে জানা
মুর্শিদকে না চিনলে পরে
হবে না তোর ভজনা 

আগে মনকে নিষ্ঠা কর
নবী নামের মালা গাঁথ
অহর্নিশি চেতনা থাক
কর কাল যাপনা 

সিরাজ সাঁইয়ের চরণ ভুলে
অধীন লালন কেঁদে বলে
চরণ পাই যেন অন্তিমকালে
আমায় ফেল না 



#LalonGiti #LalonGeeti #লালনগীতি