গােপালকে আজ মারলি গাে মা
কোন কারণে
সেকি সামান্য ছেলে
ভাবলি মনে 

দেবের দুর্লভ গােপাল
জানে না তার ফেরের কপাল
যে চরণ আশায় শিব শ্মশানবাসী হয়
দেবের দেব পঞ্চাননে 

একদিন যার ধেনু হরে
নিল ব্রহ্মা পাতালপুরে
তাইতে ব্রহ্মা দোষী হয়, সবাই জানতে পায়
তুমি জান না এই বৃন্দাবনে 

যােগীন্দ্র মণীন্দ্র আদি
যােগ সেধে না পায় নিধি
সেই তাে কৃষ্ণ ধন, তােমার পালন
লালন বলে একি ঘাের এখানে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি