ঘরে রূপের বাতি জ্বলছেরে সদায়
দেখনারে দেখতে-
যার বাসনা হৃদয় 

রতির গিরে ফসকা মারা
শুধুই কথার ব্যবসা করা,
তার কি হয় সে রূপ নেহারা
মিছে গোল বাধায় 

যে দিন বাতি নিভে যাবে
ভবের শহর আঁধার হবে,
শুক পাখী সে পালাইবে
ছেড়ে সুখােদয় 

সিরাজ সাঁই বলেরে লালন
স্বরূপ রূপে দিলে নয়ন,
হবে রূপের রূপ দরশন
পড়িসনে ধাঁধায় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি