গুরুকে ভজনা কর মন ভ্রান্ত হয়াে না।
সদায় থেক সচেতনে
অচেতনে ঘুম যেও না 

ব্যাধে যখন পাখি ধরতে যায়,
নয়ন তার উগ্ধ পানে রয়
এক নিরিখে চেয়ে থাকে পলক না ফিরায়।
আঁখি নড়লে পাখি যাবে,
নয়নে পলক মের না 

ছিদ্র কুম্ভে জল আনিতে যায়,
তাতে জল কি মতে রয়
আসা-যাওয়ায় দেরি হলে পিপাসায় প্রাণ যায়।
মন তাের আসা-যাওয়ায় দিন ফুরাল,
গুরু মতি ঠিক হলাে না 

নারকেলে জলের সঞ্চার,
ও তার আচার কি বাহার
ওসে রসে পরিপূর্ণ দেখতে চমৎকার।
গােপনে গােপীকা ভজন যার, সেই জানে মর্মসার;
লালন কয় মন দেহের খবর নিলে না 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি