গুরু দেখায় গৌর
তাই দেখি কি গুরু দেখি
গৌর দেখতে গুরু হারাই
কোনরূপে দিই আঁখি 

গুরু গৌর রইল দুই ঠাই
কিরূপে এক রূপ করি তাই
এক নিরূপণ না হলে মন
সকল হবে ফাঁকি 

প্রবর্তের নাই উপাসনা
আন্দাজে কি হয় সাধনা
মিছে সদায় সাধুর হাটায়
নাম পাড়ায় সাধকি 

এক রাজ্যে দুইজন রাজা
কারে বা কর দেবে প্রজা
লালন পলাে তেমনি গােলে
খাজনা তাে রইল বাকি 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি