ও মন বাতাস বুঝে ভাসাও রে তরী
তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী ॥

একে অসার কাষ্ঠের নাও
তাতে বিষম বদ হাওয়াও
কুপাকে কুপ্যাচে পড়ে
প্রাণে মরি ॥

মহাজনের ধন এনে
ডুবাইলাম এই ত্রিপিনে
মারুয়াবাদীর মতো বুঝি
যায় পড়িয়ে ধীর ॥

কত কত মহাশয়
সেই নদীতে মারা যায়
লালন বলে বুঝবো রে মন
তোর মাঝিগিরি ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি