আজো করছে সাঁই ব্রহ্মান্ডের অপার নিলে
নৈরাকারে ভেসেছিল যেরূপ হালে ৷

নৈরাকারে গম্ভু ভারি
আমি কি তাই বুঝতে পারি
কিঞ্চিৎ প্রকমান তারি
             শুনি সংকূলে 

অ-বিম্বু উথলিয়ে নির
হয়েছিল নৈরাকার
ডিম্বরূপ হয় গো তার
                সৃষ্টির ছলে 

আত্মতত্ত্ব আপনি ফানা
মিছে করি পরাশোনা
লালন বলে যাবে জানা
আপনারে আপনি চিনিলে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি