আর কি বসবো এমন সাধুর

আর কি বসবো এমন
সাধুর সাধ বাজারে
না জানি কোন সময় কোন দশা
হয় আমারে

সাধুর বাজার কি আনন্দময়
অমাবস্যায় পূর্ণ চন্দ্র উদয়
ভক্তির নয়ন যার, সে চাঁদ দৃষ্ট তার
ভব বন্ধন জ্বালা যায় গো দূরে

দেবের দুর্লভ পদ সে
সাধু নাম যার শাস্ত্রে ভাসে
ওসে গঙ্গা জননী, পতিত পাবনি
সাধুর চরণ সেও বাঞ্চা করে

আমি দাসের দাস যোগ্য নই
কি ভাগ্যেতে এলাম এই সাধ সভায়
লালন বলে আমার, বক্তি শুন্য কার
আবার বুঝি পলাম কদাচারে
 
 


Views

একটি মন্তব্য পোস্ট করুন

জয় গুরু
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...