বান্দা ফুলছুরাতের কথা কিছু
ভাবিও মনে।
পার হতে অবশ্য একদিন
হবে সেইখানে 

বলব কি সেই পারের দুস্কর
চক্ষু হবে ঘোর অন্ধকার
কেউ দেখবে না কারো আকার
কে যাবে কমনে 

সে পথ ত্রিভঙ্গ বাঁকা
তাতে হীরের ধার চোখা
ঈমান আমান হলে পাকা
তরবি সেইখানে 

ফাতেমা নবীজীর ফরজন
তার দাউন ভরসা তখন
এখন মেয়ে দোষো লালন
দেখলে সামনে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি