আমার চরকা ভাঙ্গা টেকো আড়ানে
আমি টিপে সোজা করবো কতো
আর তো প্রাণে বাঁচিনে 

একটি আঁটি আরেকটি খসে
বেতো চরকা লয়ে যাব কোন দেশে
আর কতকাল জ্বলবো এ হাল
এ বেতো চরকার গুণে 

ছুতোর ব্যাটার গুণ পরিপাটি
ষোল কলে ঘুরায় টেকোটি
তার একটি কল বিকল হলে
সারতে পারে কোন জনে 

সামান্য কাঠ পাটের চরকা নয়
তার কসরে খুঁটো খেটোই আঁটা যায়
মানব দেহে চরকা সেতো
লালন কি তার ভেদ জানে 


#LalonGeeti #LalonGiti #লালন গীতি #লালনগীতি