খােদার বান্দা নবীর উম্মত

খােদার বান্দা নবীর উম্মত
হওয়া যায় যাতে
নবীর তরিক ন্যায় উম্মত
জাহেরায় পুসিদাতে 

ধর্ম বর্দায় বান্দা জাহেরায়
খােদার হুকুম ফরজ আদায়
দেথ পঞ্চ বেনাতে।
তলবে দুনিয়া তলবে আজরায়
দুই তলব তাতে 

বান্দার মর্ম পুসিদাতে রয়
বান্দার দেল খােদার আরশ হয়
দেখ কালামউল্লাতে।
আরশ ছাড়া খােদা তিলার্ধ নয়
রয় তলবেল মওলাতে 

আকার বান্দা সাকার রূপ খােদা
আকার সাকার মিলে হয় দেখা
নিরাকারেতে।
অনন্তরূপ আকার, একরূপ সাকার
রয় সর্ব ঘটেতে 

বান্দার রূপ খোদ খােদা হয়
আল্লা আদম, বান্দাতে রয়
পাক পাঞ্জাতন যাতে।
ভেদ জেনে বান্দার, লালন দেয় সেজদা
খােদার রূপেতে 





#LalonGiti #LalonGeeti #লালনগীতি
Views

একটি মন্তব্য পোস্ট করুন

জয় গুরু
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...