আজব আয়না মহল মণি গভীরে ৷
সেথায় সতত বিরাজে
সাঁই মেরে ॥

পূর্ব দিকে রত্ন-বেদী
 তাহার উপরে খেলছে জ্যোতি
যে দেখেছে ভাগ্যপতি
সে জন সচেতন সব খবরে ॥

জলের ভিতর শুকনা জমি
আঠার মোকামে তাই কায়েমী
নিঃশব্দে শব্দের উদ্গামি
সে মোকামের খবর জান গা যা রে ॥

মণিপুরের হাটে মনোহারী কল
তেহাটা ত্রিপিণী তাহে বাঁকা নল
মাকড়ার আশে বন্দী সে জল
লালন বলে ছন্দি বুঝবে কেরে ॥



#LalonGeeti #LalonGiti #লালনগীতি