পাবে সামান্যে কি তারে দেখা।
যার বেদে নাই রূপরেখায় 

নিআকার ব্রহ্মা হয় সে
সদায় থাকে অচিন দেশে
দোসর নাইক তার পাশে
সে ফেরে একা একা 

সবে বলে পরম ইষ্টি
কারো না হইল দৃষ্টি
বরাতে করিল সৃষ্টি
তাই লয়ে লেখাজোকা 

কিঞ্চিৎ ধ্যানে মহাদেব
সে তুলনা কি আর দিব
লালন কয় শুরু ভাব
তবে যাবে সকল ধোঁকা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি