প্রেম-নহরে ভেসেছে যারা।
বেদবিধি শাস্ত্র অগণ্য
মানে না আইন তারা 

চার বেদ চৌদ্দ শাস্ত্রর
কাজ কিরে তার সে সব খবর
জানে কেবল নুকতার খবর
নুক্তা হয় না হারা 

প্রেমের রসিক হয় যে জনে
মন থাকে তার রূপের পানে
অন্যরূপ সে নাহি জানে
আশকে পাগলপারা 

বলে গেছেন আপে বারি
রূপের কাছে আজ্ঞাকারি
লালন তাই কয় ফুকারি
সিরাজ সাঁইয়ের ধারা 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি