নহজে আলেক নবী।
দেহের ভিতর চৌদ্ধ ভুবন
বানালো কলের ছবি 

ভব ভাবি ভরের ঘোরে
ঘোর সাগরে অন্ধকারে
চারিদিকে মায়ার প্রাচির
প্রেম রতনে সাঁই কাজী

নাছুতে করে স্থিতি
মালকুতে তার বসতি
জলে স্থলে শশীর কিরণ
মালকুতে রয় রবি 

নৈরাকারে হয়ে বারি
বারি বিছে থাকেন বারি
জোর করে সকলে তারি
কার ভাবে হবি ভাবি 

বলে লালন কাতর হালে
বাঁধা আছি ভূমণ্ডলে
কাটা যে মনের কলি
ভাবের ভাবি 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি