মান ছেড়ে দেও ওগো বাধে।
কৃষ্ণ কেঁদে যায়।
কৃষ্ণ গেলে ইহকালে
তোমার গতি হবে নাই 

কৃষ্ণের প্রতি মান করেছ
কোনটা মনে ভেবে আছ
সেইটা শুনতে চাই;
তোমার মনের গোড়া, যায় না ছেড়া
নিজগুনে কাটো রাই 

যত কথা বলি আমি
মনে বুঝে দেখ তুমি
ভালোর জন্যে বলি সদায়;
তুমি আমার কথা রদ কর না
বারংবার কই তোমায় 

তুমি ধনি মান ছেড়ে দাও
কৃষ্ণপানে স্বচক্ষে চাও
দেখ সে তোমারই নিশ্চয়;
লালন বলে দাসিরে বেহাল কর চিরকাল
কেবল মানের দাঁড়ায় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি