করে কাম সাগরের এই কামনা
দান করিয়ে মধু কুলের কুলবধু
পেয়েছে বধু কেলে সোনা 

করে কঠোর ব্রত ক্ষীরদার কুলে
কুল ভাসিয়ে দিয়েছে অকুলে
সেই কুলের কাটা, করিলে যে কুলটা
গোপীর কুলের যত ব্ৰজঙ্গনা 

গেল গেল কুল করিলে ভুল
অকুল পাথারে ভাসায়ে দু'কুল
কেঁদে হয় আকুল, পেলে না সে কুল
কুলে এসে কুল ধ্বংশ কর না 

করিয়ে ঘটা বাঁধাইয়া যে ল্যাটা
এখন সবাই মারে তোরে ঝাঁটা
তাই লালন ভণে মরেছে বধু নিজগুণে
কূল ভেঙ্গে অকুলে যেয়ে করল মহা ঘটনা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি