মরো জিন্দেগী মরণের আগে।
দেখে শমন যাক ভেগে 

আয় থাকিতে আগে মরা
সাধক যে তার এমনি ধারা
প্রেম উন্মাদে মাতোয়ারা
সেকি বিধির ভয় রাখে 

মরে যদি ভেসে ওঠে
সেতো বেড়ায় ঘাটে ঘাটে
মনে অমনি ডোব শ্রীপাটে
শমনের অধিকার ত্যাগে 

মরণের আগে মরে যে
বাঁচে সে মরণের পিছে
কর রে মন সে সব দিশে
ফকির লালন কয় ডেকে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি