আপন মনের বাঘে যাহারে খায়

আপন মনের বাঘে যাহারে খায়
           কোনখানে পলালে বাঁচা যায় 

বন্ধ ছন্দ করিরে এঁটে
ফস করে যায় সকলি কেটে
অমনি সে গজরিয়ে উঠে
          সুখপাখিরে হানা দেয় 

মরার আগে মরতে পারে
কোন বাঘে কি করতে পারে
সেই মরা কী আবার মরে
           মরিলে সে অমর হয় 

অনুরাগী জ্যান্তে মরা
গুরুপদে মন নোঙ্গর করা
লালন তমনি পতঙ্গের ধারা
           অগ্নিমুখো ধেয়ে যায় 


Views

1 মন্তব্যসমূহ

জয় গুরু
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...

একটি মন্তব্য পোস্ট করুন

জয় গুরু
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...