কি করি কোন পথে যাই
মনে কিছু ঠিক পড়ে না।
দোটানাতে ভাৰছি বসে
ওই ভাবনা 

কেউ বলে মক্কায় যেয়ে,
হজ্ব করিয়ে যাবে গুনা;
কেউ বলে মানুষ ভজে
মানুষ হনা 

কেউ বলে পড়লে কালাম
পায় সে আরাম ভেস্তখানা;
কেউ বলে ঐ সুখের ঠাই
কায়েম রয় না 

কেউ বলে মুর্শিদের ঠাঁই,
খুঁজিলে পায় মূল ঠিকানা;
লালন ভেড়ো তাই না বুঝে
হয় দোটানা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি