কি আজব কলের রসিক
বানিয়েছে কোঠা।
শূন্য ভরে পোস্তা করে
তার উপরে ছাদ আঁটা 

অনন্ত কুঠরী থরে থর
চারিদিকে আয়না মহল তার
হাওয়ার পথ নাই, রূপ দেখা যায়
মণি মানিকের ছটা 

যেদিন যাবে রসিকচাঁদ সরে
হাওয়া প্রবেশ হবে না সেই ঘরে
নিভাইবে রসের বাতি
ভেঙ্গে যাবে সব ঘটা 

দেখিতে বাসনা যার হয়
দেল দরিয়ায় ডুবলে দেখা যায়
লালন বলে কল ছুটিলে
কারে আর দেখবি কেটা 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি