অন্তরে যার সদায় সহজ রূপ জাগে
সে নাম বলুক না বলুক মুখে ৷

যাহার কর্তৃক সংসার
নামের অন্ত নাই কিছু আর
বলুক যে নাম ইচ্ছা হয় তার
নাম বলে যদি রূপ দেখে ॥

যে নয় গুরু-রূপের আশ্রি
কূজনে যেয়ে ভুলায় তারি
ধন্য যারা রূপ নেহারি
রূপ দেখে রয় ঠিক বাগে ॥

নামেতেই রূপ নেহারা
সর্বজয় সাধক তারা
সিরাজ সাঁই কয় লালন গোড়া
আলি গেলি কিসের লেগে ॥
 

#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি