আমি বলি তোরে মন গুরুর চরণ
কর রে ভজন
গুরুর চরণ পরম রতন
কর রে সাধন ৷৷

মায়াতে মত্ত হলে
গুরুর চরণ না চিনিলে
সত্য পথ হারাইলে
খোয়ালে গুরু-বস্তু ধন ৷৷

ত্রিপীনের ত্রিধারে
মীনরূপে গুরু বিরাজ করে
কেমন করে ধরবে তারে
মনরে অবুঝ মন ৷৷

মহতের সঙ্গ ধরো
কামের ঘরে কপাট মারো
লালন ভনে সে রূপ দরশনে
পাবিরে রে পরশ রতন ৷৷


#LalonGeeti #LalonGiti #লালনগীতি