কার ভাবে শ্যাম নদেয় এল
ও তার ব্রজভাবের কি অনুসার ছিল 

গোলকেরই ভাব ত্যাজিয়ে সে-ভাব
ব্রজপুরে প্রভু লয়েছিল যে-ভাব
এখন দেখিনে সে ভাব দেখি নতুন ভাব
এভাব বুঝা জীবের কঠিন হল 

সত্য যুগে সঙ্গে কয় সখি ছিল
ত্রেতায় সঙ্গী সীতা লক্ষ্মী হল
ছিল দ্বাপরের সঙ্গিনী রাধা রঙ্গিনী
কলির ভাবে তারা কোথায় বল 

কলিযুগের ভাব একি অসম্ভব
নাই ব্ৰতপূজা নাহি অন্য লাভ
ছিল একটি মাত্র দণ্ড কৌমন্ডল
তাও নিতাই এসে ভেঙ্গে দিল 

ভাব জেনে ভাব নেওয়া হল দায়
না জানি গোরার কখন কি ভাব উদয়
একা তিনটি লীলা করলেন নদীয়ায়
লালন শুনে মহা গোলে পল 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি