আজব রং ফকিরি সাদা সোহাগীনী সাঁই ।
ও তার চুড়ি শাড়ি ফকিরি ভেদ
               কে বুঝিবে তাই ॥

সর্বকেশী মুখে দাড়ি
পরনে তার চুড়ি শাড়ি
কোথা হতে এল এ সিঁড়ি
             জানিতে উচিত তাই ॥

ফকিরি গোর-মাজার
দেখরে করিয়ে বিচার
সাদা সোহাগীনি সবার উপর
              আধ-ঘর শুনতে পাই ॥

সাদা সোহাগীনির ভাবে
প্রকৃত হইতে হবে
লালন কয় মন পাবি তবে
              ভাব সমুদ্রে থাই ॥



#LalonGeeti #LalonGiti #লালনগীতি