আল্লা বল মন রে মন পাখি

আল্লা বল মন রে মন পাখি
ভবে কেউ কারো নয় দুঃখের দুখী ৷৷

ভুলো না-রে ভব ভ্রান্ত কাজে
আখেরে এসব কান্ড মিছে
ভবে আসতে একা যেতে একা
এ ভব পিরিতের ফল আছে কি ৷৷

হওয়া বন্ধ হলে সুবাদ কিছুই নাই
বাড়ির বাহির করেন সবাই
মন রে কে-বা আপন পর কে তখন
দেখে শুনে খেদে ঝরে আঁখি ৷৷

গোরের কিনারে যখন লয়ে যায়
কাঁদিয়ে সবায় প্রাণ ত্যেজতে চায়
লালন কয় কারো গোরে কেউ না যায়
থাকতে হয় একাকি ৷৷


#LalonGiti #LalonGeeti #লালনগীতি
Views

একটি মন্তব্য পোস্ট করুন

জয় গুরু
বিশুদ্ধ প্রচারের স্বার্থে, আপনার যে কোন মন্তব্য, অভিযোগ, অনুরোধ, আমাদের কমেন্ট করে জানান। ...