কোন পথে যাবি মন ঠিক হলো না।
কর লাফালাফি সার কাজে শূন্যকার
টাকশালে পড়লে যাবে জানা 

যেতে চাও মক্কা
যদি পাও ধাক্কা
ফিরে দাঁড়াও তৎক্ষণা;
বল তাতে কার্য নাই; কাশীধামে যায়
করে সহজ বিবেচনা 

ক্ষণেক উদাসী
ক্ষণেক গৃহবাসী
ক্ষণেক মন হতভাগা:
বাজায় তিলকে তিনতাল, বাজায় হামেহাল
মালের ঘরে তানানানা 

এক নিরিখ যার
যেতে ভবপার
সে তরী টাল খাবে না;
হারে পাঁচ পীরে চলন, চলেরে লালন
চুরাশী করে আনাগোনায় 


#LalonGiti  #LalonGeeti  #লালনগীতি