চেয়ে দেখ না রে মন দিব্য নজরে
চার চাঁদে দিচ্ছে ঝলক
মণিকোঠার ঘরে 

হলে সেই চাদের সাধন
অধর চাঁদ পায় দরশন, পায়রে-
চাদেতে চাঁদের আসন
রেখেছে ফিকিরে 

চাঁদে চাঁদ ঢাকা দেওয়া
চাঁদে দেয় চাঁদে খেয়া, দেয়রে-
জমিনেতে ফলছে মেওয়া
চাঁদের সুধা ঝরে 

নয়ন চাঁদ প্রসন্ন যার
সকল চাঁদ দৃষ্ট হয় তার, হয়রে-
লালন বলে বিপদ আমার
গুরুচাদ ভুলে রে 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি