কতদিন আর রইবি রঙ্গে
বাড়িতেছে বেলা, ধর এই বেলা
যদি বাঁচতে চাও তরঙ্গে ॥

নিকটে বিকটে বেশেতে শমন
দাঁড়াইয়া আছে হরিতে জীবন
মানিবে না কারে, কেশে ধরে তোরে
লয়ে যাবে সে জন আপন সঙ্গে ॥

দারা সুভ আদি যত প্রিয়জনে
বক্ষমাঝে যাদের রাখ সর্বক্ষণে
আমার আমার, বল বারে বার
তখন হেরিবে না কেহ অপাঙ্গে ॥

অতএব শোন থাকিতে জীবন
কর অন্বেষণ পতিত পবন
সিরাজ সাঁই কয় লালন, অধম তারণ
বাঁচো এখন পাপ আতঙ্কে ॥


#LalonGeeti #LalonGiti #লালনগীতি