মুর্শিদ জানায় যারে
মর্ম সেই জানতে পায় ।
জেনে শুনে রাখে মনে
সেকি কারো কয় 

নিরাকার রয় অচিন দেশে
আকার ছাড়া চলে না সে
নিরন্তর সাঁই, অন্ত যার নাই
যে যা ভাবে তাই হয় 

মুন্সী লোকের মুন্সীগিরি
আমি কি তাই জানতে পারি
আকার নাই যার, বর্জোখ কার
বলে সর্বদায় 

নূরেতে কুল আলম পয়দা
আবার কয় পানির কথা
নূর কি পানি বস্তু জানি
লালন ভাবে তায় 


#LalonGeeti #LalonGiti #লালনগীতি