সেই গোরা এসেছে নদীয়ায় ।
রাধারাণীর ঋণের দায় ৷৷

ব্রজে ছিল কানাই বলাই
নদীয়াতে নাম পাড়ালো গৌর নিতাই
ভ্রম্মান্ড যার ভান্ডেতে রয়
সেকি ভোলে দই চিড়াই ৷৷

ব্রজে খেয়ে মাখন ছানা, পুরেনি আশায়
নদীয়াতে দই চিড়াতে ভুলেছে কানাই
যার বেনুর স্বরে ধেনু ফেরে
যমুনার জল উজান ধায় ৷৷

আয় নাগরি দেখবি তোরা
নবরসের নব গোৱা
দেখলে প্রাণ জুড়ায়;
লালন বলে অন্তিম কালে
চরণ দিবেন গো সাঁই ৷৷


#LalonGeeti #LalonGiti #লালনগীতি